'অধিকার রক্ষায় মানুষ রাস্তায় নেমে এসেছে'
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মানুষের নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেরাই রাস্তায় নেমে এসেছে। আমাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাববেন না। আমাদের দলের নেতাও আছে, নেত্রীও আছে। বাংলাদেশে বর্তমানে কোন বৈধ সরকার নেই। এই অবৈধ সরকার আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার সহ কোন ধরনের অধিকার ভোগ করতে দিচ্ছে না। ভবিষ্যতে আর কখনো বাংলার মাটিতে এই সরকার কে ভোট চুরি করতে দেয়া হবে না। যারা দুর্নীতি ও দেশের অর্থ লোপাটের সাথে জড়িত বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।
আপনারা শীঘ্রই দেখবেন আমাদের এ প্রতিবাদ তৃনমূল থেকে অনেক উপরে উঠছে। যখন এই আন্দোলন ঢাকা গিয়ে পৌঁছবে। তারা আমাদের এ প্রতিবাদকে প্রতিহত করতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যতক্ষন আমাদের অধিকার পুনরুদ্বার না হয় ততক্ষন আমরা ঘরে ফিরে যাব না। ফেনীর সোনাগাজীতে সোমবার বিকেলে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যড. শাহানা আক্তার শানু, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, এনডিপির চেয়ারম্যান আবু তাহের খান, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) বিএনপির সমন্বয়ক আকবর হোসেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন গঠন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, সাবেক সভাপতি জয়নাল আবদিন বাবলু, সাবেক সাধারন সম্পাদক সামছুদ্দিন খোকন, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা যুবদলের সাংগগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূইয়া, সদস্য সচিক ইমাম হোসেন প্রবির, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, সোনাগাজী উপজেলা ছাত্র দলের সভাপতি মাইনুল হক, সাধারণ সম্পাদক সোহাগ নূর ও সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এএজেড