বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা
ফেনীর সোনাগাজীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে একই স্থানে কর্মসূচির ঘোষণা দিয়েছে পৌর ছাত্রলীগ। আগামীকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের জিরো পয়েন্ট থেকে এনায়েত শপিং কমপ্লেক্স পর্যন্ত সমাবেশের প্রস্তুতি গ্রহণ করে বিএনপি। তবে শনিবার বিকালে একই স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ঘোষণা দেয় ছাত্রলীগ। এর ফলে বিরাজ করছে উত্তেজনা।
বিএনপির নেতা-কর্মীরা বলছেন, জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দলীয় দুই নেতার মৃত্যুর প্রতিবাদে আগামীকাল বিকালে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ সমাবেশ হবে। তবে দলীয় নেতা-কর্মীরা যেকোনো মূল্যে বিএনপির সমাবেশকে সফল করতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, ৭-৮ দিন আগে বিএনপির পক্ষ থেকে পৌর শহরে সমাবেশের ডাক দেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সফল করতে তারা সভার সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন। সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। কিন্তু শনিবার বিকালে হঠাৎ উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচিকে বানচাল করতে পাল্টা কর্মসূচি দিয়েছে।
এদিকে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর শহরের পশ্চিম বাজারসংলগ্ন মাঠে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করতে প্রস্তুতি সভা হয়েছে। এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, আগস্ট মাস শোকের মাস। তাই ছাত্রলীগের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। একই দিন বিএনপির পক্ষ থেকে পৌর শহরে ডাকা সভার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে পৌর শহরে সমাবেশ করার জন্য পুলিশের কাছে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। তবে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পশ্চিম বাজারে সভা করার জন্য অনুমতি চেয়ে একটি আবেদন দিয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না।
এসজি