'আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না'
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি উন্নয়নে বিশ্বাসী নয়। তার শুধু ক্ষমতা দখল করতে চাই। জনগণ তাদের বিশ্বাস করে না। বান্দরবানের বিএনপি একটা উন্নয়নের চিহ্ন দেখাতে পারবে? তাদের দেশপ্রেম বলে কিছু নেই। শনিবার (২৭ আগস্ট) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবানে কৃষকলীগ এর আয়োজনে বৃক্ষরোপন, চারা বিতরণ ও আলোচনা সভা তিনি একথা বলেন।
বান্দরবান জেলা কৃষকলীগ এর সাধারণ সম্পাদক মো.সেলিম রেজা এর সঞ্চালনায় সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মো.মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, বান্দরবান শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাক সামশুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা, সাধারণ সম্পাদক মো.এয়াকুব চৌধুরী , জেলা শ্রমিকলীগের সভাপতি মো.মুছা কোম্পনী, সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ,কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের ঐক্যবদ্ধতার কারণে তারা ২০০১ সালেও বীর বাহাদুরকে হারাতে পারেনি। বিএনপির হাওয়া ভবনের ষড়যন্ত্রের পরও বীর বাহাদুর নির্বাচনে জয়ী হয়েছে। আমরা নয়, ২০০১ সালের নির্বাচনে দেখা গেছে বিএনপি রাতের অন্ধকারের ভোট। হাওয়া ভবনের কার্যকলাপ দেশবাসী জানে। বিভিন্ন চক্রান্ত করে তারা ক্ষমতা দখল করতে চায়।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলে ক্যশৈহ্লা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেই বিএনপি দেশকে কলঙ্কিত করেছে। তারা ২১শে আগস্টের গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে। তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে, ঐকবদ্ধ হতে হবে।
এএজেড