'নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে'
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেন, আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাচনকালে যে সরকার ক্ষমতায় থাকবে তারা কোনো হস্তক্ষেপ করতে পারবে না।
শনিবার (২৭ আগস্ট) ফেনীর ছাগলনাইয়ায় ৭৮ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্মই হতো না। তিনি বাঙালি জাতির জন্য সারা জীবনই কারাগারে ছিলেন। বাঙালির ভাবনায় বঙ্গবন্ধুর আত্মা কাঁদে। এ মানুষটি যদি আরও বেশিদিন বেঁচে থাকতেন তাহলে এ দেশ আরও বেশি উন্নত ও সমৃদ্ধ হতো। জাতির পিতাকে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশবিরোধী-পাকিস্তানের প্রেতাত্মারা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। আগামী দিনে দেশকে মুক্তিযুদ্ধের শক্তিতে বলিয়ান করতে হবে। বাঙালি সত্তা, সংস্কৃতি ও ভাবধারা এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তিনি শোকের মাসে বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শিরীন আখতার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর করতে লড়াই চলছে। পাকিস্তানি প্রেমীরা এখনো দেশকে অন্ধকার দিকে ঠেলে দিতে চায়। আগামী নির্বাচনকে রেখে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। ঘাপটি মেরে থাকা কিছু লোক সরকারকে নাস্তানাবুদ করতে চাল, ডাল, তেল, ডিমের দামসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিতে জোট করেছে। পণ্যের দাম বাড়ল কেন? জাসদের পক্ষ থেকে বলতে চাই, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম হাতের নাগালে রাখতে হবে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হলেও চম্পকনগর প্রাথমিক বিদ্যালয়ে আজও শহীদ মিনার হয়নি কেন এর ক্ষোভ প্রকাশ করেন শিরীন আখতার। তিনি সমাবেশে প্রশ্ন রাখেন কারা এখানে নেতৃত্ব দিয়েছিলেন? বিদ্যালয়ের পক্ষ থেকে সীমানা প্রাচীর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, ওয়াশ ব্লকের নির্মাণ ও এক ডজন স্কাউট কাব দাবি উঠলেই তিনি সব দাবি মেনে নেন এবং শিগগিরই বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জাসদ সভাপতি নুরুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহ আলম, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ এস এম মোসলেহ উদ্দিন। এ ছাড়া বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী বোরহান উদ্দিন, চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম।
এর আগে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন শিরীন আখতার। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এসজি