বাগেরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ

২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা হামলার প্রতিবাদে বাগেরহাটে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) সকালে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খানজাহান আলী মাজার মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, নকীব নজিুল হক নজু, জলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দীন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় এই সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এএজেড
