বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আসামি ৪৫০
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় প্রায় ৪৫০ জনের নামে মামলা করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে বাঁশখালী থানায় তিনটি মামলা দায়ের করেন।
এ বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গতকাল কালীপুর এলাকায় বিএনপির মিছিল থেকে প্রথমে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান নেতা-কর্মীরা। এ সময় তাদের বাধা দিলে পুলিশের উপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীরা। এতে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীসহ ৪৫০ জনের নামে তিনটি মামলা করেছে পুলিশ।
এ ব্যাপারে চট্টগ্রাম (দক্ষিণ) বিএনপির আহ্বাক আবু সুফিয়ান বলেন, বাশঁখালীতে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে গতকাল বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে সমাবেশে যোগ দিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠার পর পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের অতর্কিত লাঠিচার্জ ও গুলিতে অন্তত ৩০-৩৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
এসআইএইচ