সয়াবিন তেল মজুত করায় জরিমানা
১ হাজার ৮০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সয়াবিন তেলের বোতলগুলো সরকার নির্ধারিত দামে খোলাবাজারে বিক্রির জন্য ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে ফেনীর জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাড়িতে এ অভিযান চলে। জরিমানার দণ্ড পাওয়া ওই ব্যবসায়ীর নাম রিপন মিয়া। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ফুলগাজীর ইসলামপুর গ্রামে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা। সেখানে গিয়ে ব্যবসায়ী রিপন মিয়ার বাড়িতে ১২ লিটারের ৯০ কার্টন সয়াবিন তেল পান। তেলগুলো বেশি দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন রিপন। এ অপরাধে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় এসব সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে খোলা বাজারে বিক্রির জন্য লিখিত অঙ্গীকারনামা আদায় করা হয় তাঁর কাছ থেকে।
এএজেড