আমেরিকা প্রতি বছর হাজারখানেক মানুষ মারে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'আমেরিকা প্রতি বছর হাজারখানেক মানুষ মারে। কিন্তু কিছুই হয় না। তাদের জন্য এটা খুবই স্বাভাবিক। আর আমাদের দেশে পুলিশ কাউকে মারলেই এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এটা নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়।'
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১০ টায় সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু মুজিব কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞায় র্যাবের বর্তমান ও সাবেক মিলে সাত কর্মকর্তার উপরও নিষেধাজ্ঞা জারি করে দেশটি।
তিনি বলেন, 'যে সংস্থার উপর আমেরিকা অভিযোগটি তুলেছে তা অত্যন্ত দুঃখজনক। কারণ বাংলাদেশে র্যাবের উপর মানুষের অগাধ বিশ্বাস৷ তারা সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে মানবপাচার, নারী ও শিশু পাচারসহ নানা অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এমনকি আমেরিকা নিজেও বলেছে র্যাবের কারণে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কমেছে।'
এ ব্যাপারে আমেরিকার সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এসএন