ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশের পর সেই সিসা কারখানা বন্ধ
ঢাকাপ্রকাশ-এ সংবাদ প্রকাশের পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার সেই অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে সিসা কারখানাকে ১ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা, ১৯৫ কেজি সিসা জব্দ ও কারাখানা বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুনতাসির মামুন মুন ও থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উপজেলার শহরতলীর আজিজার রহমানের কৃষি জমিতে অবৈধভাবে সিসা তৈরির কারখানা স্থাপন করেন গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. তারেক রহমান। সেখানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসার মণ্ড তৈরি করা হতো। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।
বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকাপ্রকাশ-এ 'ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও কৃষি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নজরে এলে সোমবার রাতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র চাইলে তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কারখানায় কর্মরত শ্রমিক মো. আব্দুস সাত্তার। পরে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, আমদানি, বোঝাই ও পরিবহনের দায়ে কারখানা মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানাসহ ১৯৫ কেজি সিসা জব্দ করা হয়।
এসজি/