অস্ত্রের বিনিময়ে ইয়াবা নিতে এসে ধরা পড়লো যুবক

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন থেকে ১টি থ্রি কোয়ার্টার বন্দুক ১টি ওয়ান শুটার গান সহ সফিজ উদ্দিন (৩৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া সওদাগরপাড়া থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়। ধৃত যুবক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের ভূমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূমরাদহ গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা এএসপি বিল্লাল উদ্দিন বলেন, র্যাব সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সফিজকে ধাওয়া করে আটক করা হয়। তার কাছে থাকা একটি কালো রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে অস্ত্র ২ টি উদ্ধার করা হয়।
বিল্লাল উদ্দিন বলেন, সফিজ পেশাদার অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। প্রায়শই তিনি কক্সবাজারে এসে অস্ত্র দিয়ে ইয়াবার চালান নিয়ে যান। এবারও একই উদ্দেশ্য তিনি ঝিলংজায় অবস্থান করছিলেন। এএসপি আরও বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এএজেড
