টেকনাফে ৬ কোটি টাকার মাদকসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে একটি বাড়ি থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় জব্দ করা মাদকের সঙ্গে জড়িত জামাল হোসেন(২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত জামাল হোসেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড বিজিবি চেকপোস্ট এলাকার বাসিন্দা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে পুলিশের উপপরিদর্শক যায়েদ হাসানের নেতৃত্বে একটি দল হোয়াইক্যং আমতলী এলাকার আবুল কালাম ড্রাইভারের পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযান চালিয়ে মাদক পাচারে জড়িত জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে তার স্বীকারোক্তি অনুযায়ী, পরিত্যাক্ত বাড়িতে লুকিয়ে রাখা ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআইএইচ
