ফেনীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ২২৪ জনের বিরুদ্ধে মামলা
ফেনীতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের জের ধরে যুবদল-ছাত্রদলের ২২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) রাতে বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করেন ফেনী মডেল থানার (এসআই) উপ-পরিদর্শক সিরাজ মিয়া।
মামলায় ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ, ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির ও সাবেক সভাপতি এস এম কায়সার এলিন ও নঈম উল্যাহ চৌধুরী বারাত, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইভু, যুবদল নেতা নিজাম উদ্দিন মাস্টার, রাহাত হোসেন, দিদারুল আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে উল্লেখ করে মোট ২২৪ জনকে এ মামলায় আসামি করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধির প্রতিবাদে ফেনী জেলা বিএনপি আয়োজিত শহরের ইসলামপুর রোডে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডের মাথায় ছাত্রদল ও যুবদলের দুই থেকে আড়াইশ নেতা-কর্মী জড়ো হয়ে ছাত্রলীগের মিছিলের পেছনের অংশে হামলা করে। এতে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পুলিশ রাবার বুলেট ও সিসা বুলেটসহ মোট ২৭ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ছাত্রদল-যুবদল নেতা-কর্মীদের ইটপাটকেলের আঘাতে আশপাশের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান গ্লাস সাইনবোর্ড ও বিভিন্ন জিনিসপত্র ভেঙে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও ছাত্রলীগের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। এজাহারভুক্ত আসামির কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
অপরদিকে মামলা দায়েরের ঘটনা জানার পর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল উদ্বেগ প্রকাশ করেন। তারা হয়রানি ও নির্যাতনমূলক এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
এসআইএইচ