সরকারি গাছ কাটার ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা
লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তার সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন আনোয়ার হোসেন নামে এক সাবেক পুলিশ সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার ছবি তুললে সাংবাদিক রবিউল ইসলাম রবির উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই পুলিশ সদস্য। এ সময় তার উপর হামলা চালিয়ে মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুর্না ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে।
সাংবাদিককের উপর হামলাকারী আনোয়ার হোসেন সিন্দুর্না ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সাবেক প্রধান শিক্ষক মাহবুবর রহমান মহুর ছেলে। এ ছাড়াও তিনি একজন সাবেক পুলিশ সদস্য বলে জানা গেছে। ভুক্তভোগী সাংবাদিক রবিউল ইসলাম রবি আজকের পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি।
জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার সিন্দুর্না ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার একটি সরকারি গাছ কাটছেন ওই সাবেক পুলিশ সদস্য আনোয়ার হোসেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার ছবি তুলেন সাংবাদিক রবিউল ইসলাম রবি। এতে করে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর এক পর্যায়ে সাংবাদিক রবির উপর হামলা করে ও মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক আনোয়ার হোসেনের হাত থেকে সাংবাদিক রবিকে রক্ষা করেন।
এ প্রসঙ্গে আজকের পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি বলেন, আমি খবর পেয়ে সেখানে যাই আর ছবি তুলি। এরপর তার কাছে এ বিষয়ে জানতে কথা বলার জন্য এগিয়ে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলা চালিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দৈনিক কালের কন্ঠের হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ বলেন, যতই দিন যাচ্ছে সাংবাদিকের উপর অপরাধীদের এ ধরনের আচরণ ততই বেড়ে চলছে। সাংবাদিকের উপর দিনের পর দিন যদি এভাবে হামলা চলতে থাকে তাহলে সাংবাদিকতার স্বাধীনতা হারিয়ে যাবে। তাই অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের দৃষ্টি কামনা করছি।
হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক বলেন, এ ঘটনায় হাতীবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক রবিউল ইসলাম রবির উপর হামলাকারী আনোয়ারকে আটক ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করছি।
এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজির হোসেন বলেন,ওই ব্যক্তি সরকারী গাছ কেটে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ