অতিরিক্ত দামে সার বিক্রি, জরিমানা

পঞ্চগড় বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক এই দণ্ডাদেশ দেন।
জানা যায়, টিএসপি সারের সরকার নির্ধারিত দর বস্তা প্রতি ১১০০ টাকা হলের মানিমাছ পুকুরী এলাকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছে পঞ্চগড় বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সিরাজুল ইসলামকে ১৪৫০ টাকায় বিক্রি করেন। অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি ধরা পড়ে এনএসআই সদস্যদের চোখে।
পরে তারা খবর দিলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক পুলিশ ও আনসারসহ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ করতে এখন নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এএজেড
