পথচারির গলারকাঁটা এখন ভেদুরিয়া ব্রিজ

ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট টু হাজিরহাট সড়কের ব্রিজটি দীর্ঘ বছর যাবৎ বেহালদশা। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। আশ্বাসেই সীমাবদ্ধ বলে জানিয়েছে এলাকাবাসী।
সরজমিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় গিয়ে দেখা যায় দুইপাশে রাস্তা পাকা আর একটি ঝুকিপূর্ণ ব্রীজের জন্য গলারকাঁটা হয়েছে পথচারীদের। শত-শত গাড়ী ও হাজার হাজার মানুষের চলাচলের রাস্তার ব্রিজটিই গলারকাঁটা।
ভেদুরিয়া ইউনিয়নের এক আওয়ামীলীগ নেতা বলেন এই ব্রিজটির জন্য সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি ভেদুরিয়া হাজিরহাট এলাকায় পথসভা করতে যেতে পারেনি।
ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন বিষয়টি ভোলার এলজিইডি প্রকৌশলী কে জানানো হয়েছে, আশা করি দ্রুত মেরামত হবে।
ব্রিজটির বিষয়ে ভোলা এলজিইডি প্রধান প্রকৌশলী বলেন আমরা এ ব্রিজের পূর্ণ নির্মানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি সিগ্রই কাজ করা সম্ভব হবেনা প্রকল্প বাস্তবায়নের জন্য একটু সময় লাগবে।
এএজেড
