বান্দরবানে আগুনে পুড়েছে ৭টি দোকান
বান্দরবানের রেইচা ইউনিয়নের গোয়ালিয়াখোলা এলাকার চেমীরমূখ বাজারে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে এই আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দার জানান, মঙ্গরবার ভোরে হঠাৎ করে একটি মোটরসাইকেলের সার্ভিসিং সেন্টার থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। আগুনে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে রাখা দুইটি মোটরসাইকেল, একটি সারের দোকান, একটি খুচরা তেল বিক্রি করার দোকান, একটি মুদির দোকান ও ফার্মেসিসহ ৭টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের সূত্রপাত দেখে মসজিদের মাইকে ও ৯৯৯ জরুরি নম্বরে কল করে বিষয়টি জানানো হলে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানান স্থানীয়রা।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.নাজমুল আলম জানান, ৯৯৯ নম্বর থেকে আমাদের আগুনের বিষয়টি জানানো হলে আমরা ভোরেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনি। ঘটনাস্থলটি বান্দরবানের রেইচার গোয়ালিখোলা ও চট্টগ্রামের চন্দনাইশ এলাকার ধোপাছড়ি সীমান্ত পয়েন্ট। আগুনে ৭টি দোকান পুড়ে গেছে, আমরা প্রাথমিকভাবে ৯ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষয়ক্ষতির তালিকা করেছি এবং অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসএন