রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ
তেলের দাম বাড়ায় রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে গড়ে ভাড়া বেড়েছে জনপ্রতি ২-৩ টাকা। রবিবার (৭ আগস্ট) থেকেই এ ভাড়া কার্যকর করা হয়েছে।
শুক্রবার রাতে তেলের দাম বৃদ্ধির পর শনিবার সকালে সিএনজি অটোরিকশার চালকদের ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা, এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরপর সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। সিএনজি চলাচল বন্ধ করতে মোড়ে মোড়ে বসে পিকেটিং করেন চালকরা। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এমন ঘটনার পরিপেক্ষিতে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন।
এতে তেলের দাম বাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুনঃনির্ধারণ করে জেলা প্রশাসন। এতে গড়ে স্থান ভেদে ২-৩ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পুনঃনির্ধারিত (জনপ্রতি ভাড়া)
তবলছড়ি থেকে বনরুপা পর্যন্ত ১৫ টাকা, তবলছড়ি থেকে রিজার্ভ বাজার পর্যন্ত ১৫ টাকা, তবলছড়ি থেকে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বনরুপা থেকে ভেদভেদি পর্যন্ত ১৫ টাকা, তবলছড়ি থেকে ভেদভেদি পর্যন্ত ৩০ টাকা এবং রিজার্ভ বাজার থেকে ভেদভেদি পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যাত্রী চালক সবার বিষয় মাথায় রেখে এই ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। যা রবিবার থেকেই কার্যকর করা হয়েছে।
এসএন