জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যের প্রতিবাদে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (৬আগষ্ট) বিকালে বিএনপি চট্টগ্রাম কার্যালয় থেকে কাজির দেউরি পর্যন্ত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, এই সরকার দেশকে শ্রীলংকার পরিনীতির দিকে নিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের মূল্য ৯০ ডলার কমেছে। অথচ বাংলাদেশে রাতারাতি ৫০% এর উপরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে এই অবৈধ সরকার। এই অবৈধ সরকারের দুর্নীতির মধ্যে দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। এই সরকারের সীমাহীন দুর্নীতির কারণে হঠাৎ করে মধ্য রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। যে ডিজেলের দাম ছিল ৮০ টাকা, তার দাম এখন ১১৪ টাকা।
অকটেনের দাম ছিল ৮৮ টাকা তার দাম এখন ১৩৫ টাকা। এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছুই সর্বসাধারণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে। সাধারণ মানুষের দুর্দশার সীমা থাকবে না। অবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত পরিহার করুন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াসিন চৌধুরীর লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী , মোঃ সেকান্দর,মোঃ সালাউদ্দিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক ফালায় আবিদ প্রমূখ সহ নেতাকর্মীরা
এএজেড