ঝালকাঠিতে উত্ত্যক্তের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ
ঝালকাঠির কাঠালিয়ায় বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে নাসরিন আক্তার (১৩) নামে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পওয়া গেছে।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর আউরা গ্রামে এ ঘটনা ঘটে।
আইরা গ্রামের মো. নাসির হাওলাদারের মেয়ে নাসরিন আক্তার। সে কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
একই গ্রামের শাহজালাল আকনের ছেলে সৈকত আকন প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে নাসরিনকে বিভিন্নভাবে বিরক্ত করত বলে নাসরিনের পরিবাবের লোকজন অভিযোগ করেছে।
নিহত নাসরিনের মা চম্পা বেগম বলেন, ‘আমার মেয়ে নাসরিন কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত। স্কুলে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে সৈকত প্রায়ই বাজে কথা বলে বিভিন্নভাবে হয়রানি করত। এ নিয়ে মেয়েটা সব সময় মানুষিকভাবে চিন্তিত থাকত। আজ (বুধবার) বিকালে আমি আমার বাবার বাড়ি বড় কাঠালিয়া যাই। নাসরিন এ সময় ঘরে একা ছিল। সন্ধ্যার দিকে বাড়িতে এসে পেছনের বারান্দায় আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে নাসরিনকে ঝুলতে দেখতে পাই। আমার ডাক-চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।
কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, অষ্টম শ্রেণি পড়ুয়া নাসরিন আক্তার শান্তশিষ্ট ও নম্রভদ্র ছিল। আমাদের কাছে উত্ত্যক্ত করার কোনো ঘটনা সে কখনো জানায়নি বা অভিযোগ করেনি।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) নুরুল আলম মিলু জানান, সৈকত নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। ঘটনার দিন মেয়েটির মা চম্পা বেগম তার বাবার বাড়ি ছিল। ঘর ফাঁকা পেয়ে সে আত্মহত্যা করে।
কাঠালিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসেন।
এসএন