বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক
বেনাপোলের পুটখালীতে ১০টি স্বর্ণের বারসহ হাসানুজ্জামান নামে এক যুবক আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২ আগস্ট) পুটখালীর জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
আটককৃত হাসানুজ্জামান পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল তানভীর আহম্মেদ (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে।
জব্দকৃত স্বর্ণের বার এবং মোটরসাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত যুবককে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এসজি/