বরিশালে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
বরিশাল নগরীতে যানজটের কারণে অতিষ্ট নগরবাসী। এ যানজট নিরসনের দাবিতে নগরীর রূপাতলী-এলাকাবাসী মানববন্ধন করেছে।
মঙ্গলবার ২৮ ডিসেম্বর বেলা ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড়ে এই মানববন্ধন পালিত হয়।
বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী মানববন্ধনে উপস্থিত থেকে বলেন, ‘বরিশাল নগরীতে এখন অসহনীয় যানজট। রূপাতলি থেকে আমতলার মোড় পর্যন্ত আসতে আধাঘণ্টা সময় লাগে, যেখানে সময় লাগার কথা মাত্র ৫ মিনিট। এই যানজট নিরসন করে নগরবাসীকে সুশৃঙ্খল সড়ক দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই আমতলার মোড়ে ইজিবাইক, ব্যাটারিচালিত গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তাই এখানে আরও বেশি যানজট লেগে থাকে। এই গাড়ির শ্রমিকদের গাড়ি বন্ধ করে দিলে এই মানুষগুলো খারাপ পথে চলে যাবে। মাদক ব্যবসা, অনৈতিক কর্মকাণ্ড, চুরি-ডাকাতি, ছিনতাইয়ে এই মানুষগুলো জড়িয়ে পড়বে। তাই এ সমস্যার সুষ্ঠু সমাধান শ্রমিকদের সঙ্গে বসে শিগগিরই করা দরকার।’
মানববন্ধনে শিক্ষার্থী-জনগণের স্বার্থে সুলভ ও সহজে চলাচলের সুবিধার্থে বরিশাল নগরীর আমতলা মোড় থেকে জিলা স্কুল পর্যন্ত ইজিবাইক ও সকল ধরনের রিক্সা চলাচলের প্রতিবন্ধকতা দূর করা ও রূপাতলি-সাগরদী যানজট নিরসনের দাবি করে এলাকাবাসী।
এসও/এএন