গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রাজিব পরিবহনের নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। মিল্টন বাজার এলাকায় পৌঁছলে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন- কাশিয়ানী উপজেলা সদরের ব্যবসায়ী মোটরসাইকেল চালক অনিক শেখ (২৮), ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০), তার স্ত্রী রুমা বেগম (৪০), গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে প্রাইভেটকার যাত্রী চিকিৎসক বাসুদেব সাহা (৫৪), তার স্ত্রী শিবানী ও তার ছেলে স্বপ্নীল সাহা।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান জানান, হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
এসএন