শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চট্টগ্রামে হাফ ভাড়ার লাঞ্ছনায় শিক্ষার্থীরা

চট্টগ্রামে হাফ ভাড়া চালু হলো মাত্র কদিন আগে। এরমধ্যে শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের লাঞ্ছনা আর বঞ্চনা। চালক-হেলপার আগে শিক্ষার্থী দেখলে যেখানে টেনে গাড়িতে তুলত সেখানে স্কুল পরিহিত শিক্ষার্থী দেখলে এখন ভোঁ দৌড়, সঙ্গে থাকে গালি-গালাজ। কোনো শিক্ষার্থী কোনোক্রমে বাসে উঠে পড়লে হাফ ভাড়া নিয়ে শুরু হয় নানা গঞ্জনা।

চট্টগ্রাম মহানগরীর কয়েকটি রুটে এমন লাঞ্ছনা আর বঞ্চনার গল্প শুনাল কয়েকজন শিক্ষার্থী। চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রবিউল হোসেন। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর বহদ্দারহাট থেকে ১০নং রুটের বাসে উঠে সে। স্কুলের সামনে পর্যন্ত মাত্র দুই কিলোমিটারের মাথায় তাকে ভাড়া দিতে হয় ১০ টাকা।

রবিউলের ভাষ্য, গত ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম মহানগরীর বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি। বরং অতিরিক্ত ভাড়া আদায় করছে হেলপাররা। রবিউলের মতো বাসের অন্য যাত্রীদের দাবি, ভাড়া ২৭ শতাংশ বাড়ালেও আগের সম্পূর্ণ ভাড়ার উপর নাসিরাবাদ-জিইসির মোড় পর্যন্ত ভাড়া দাঁড়ায় ৬ টাকার মতো। কিন্তু আদায় করা হচ্ছে ১০ টাকা।

রবিউল বলেন, ‘ছাত্র হিসেবে আমি শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। চালকও দুর্ব্যবহার করেন। এরপর লজ্জায় হাফ ভাড়া নয়, বাড়তি ভাড়ার চেয়েও দাবি করা অতিরিক্ত ভাড়া দিয়ে নেমে যাই।’

নগরীর লালখানবাজার মোড়ে কলেজে যেতে বাসের অপেক্ষায় ছিলেন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান। তিনি বলেন, ‘বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে কলেজে যাওয়ার সময় বাসের হেলপারকে আইডি কার্ড দেখানোর পরও তিনি হাফ ভাড়া নেননি। এ নিয়ে হেলপারের সঙ্গে আমার বেশ কিছু সময় কথা কাটাকাটি হয়। এরপর থেকে লজ্জায় হেলপারের দাবি করা ভাড়া দিয়ে আসছি।’

কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মমিনুল ইসলাম বলেন, ‘বাসে আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার গালাগাল শুরু করেন। পরে লজ্জায় পুরো ভাড়া দিই। আমার সঙ্গে থাকা বন্ধুরাও ভয়ে পুরো ভাড়া দিয়ে দেয়।’

শিক্ষার্থীদের দাবি, এক জায়গায় কয়েকজন স্কুলছাত্র দেখলে দ্রুতগতিতে বাস চালিয়ে চলে যাচ্ছেন চালকরা। আবার বাসে উঠে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেও হাফ ভাড়া নিতে চাচ্ছেন না হেলপাররা। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে।

হাফভাড়া না নেওয়ার কারণ জানতে চাইলে বহদ্দারহাটগামী ১০নং রুটের একটি বাসের চালক ইসমাইল হোসেন বলেন, ‘হাফ ভাড়ার বিষয়ে মালিকপক্ষ আমাদের কিছুই বলেননি। তাহলে আমরা কেন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিব?’ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন করে চট্টগ্রামসহ সারাদেশে ১১ তারিখ থেকে শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছি। এরপর হাফ ভাড়া না নেওয়া সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নিব।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চট্টগ্রাম বাস ডিপো ম্যানেজার আবদুল লতিফ বলেন, ‘সারাদেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আছে। বিআরটিসির কোনো বাসে হাফ ভাড়া না নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’

আইকে/এএন

Header Ad

আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজেরে অবস্থান জানিয়েছেন তিনি।

ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা।’

এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে, সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে, তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব।

Header Ad

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তারা। তাদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে ও ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরেন। এ নিয়ে ১১টি ফ্লাইটে এখন পর্যন্ত ৬৯৭ জন বাংলাদেশি দেশে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে আসা ৮২ বাংলাদেশির মধ্যে ৭৬ জন লেবাননের বৈরতে বাংলাদেশ দূতাবাসে রেজিষ্ট্রেশন করেন। আর বাকি ছয়জন রেজিস্ট্রেশন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায়। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যাবাসন করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে।

Header Ad

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক যাত্রীবাহী গাড়িতে এলোপাতাড়ি গুলি চালানো হয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সীমান্তের কাছের কুররম অঞ্চলে এই হামলা ঘটে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি নিশ্চিত করেছেন যে, হামলার স্থানটি আফগান সীমান্তের কাছাকাছি। জেলা পুলিশ এবং স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তা কর্মকর্তা, নারী ও শিশুরাও রয়েছে। তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এখনো আততায়ীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। কুররম জেলা সম্প্রতি শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে সম্প্রদায়গত সহিংসতার জন্য পরিচিত। তবে এই হামলার দায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনও স্বীকার করেনি।

এই অঞ্চলে সম্প্রতি জমি নিয়ে বিতর্ক এবং সশস্ত্র সংঘর্ষের কারণে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আগস্ট এবং অক্টোবর মাসে জমি নিয়ে বিতর্কে সশস্ত্র সংঘর্ষ হয়, যা কয়েক সপ্তাহ ধরে চলেছিল এবং এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এছাড়া, গত কয়েক সপ্তাহে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে একাধিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনাদের মধ্যে ২০ জন নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি মাসে পাকিস্তানজুড়ে একাধিক সন্ত্রাসী হামলায় ৬০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশিরভাগ সহিংসতার দায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সংগঠনটি স্বীকার করেছে। এই গোষ্ঠীকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘ তালিকাভুক্ত করেছে এবং ইসলামাবাদ অভিযোগ করেছে যে, আফগানিস্তানের তালেবান শাসনের অধীনে থাকা ‘অভয়াঞ্চল’ থেকে টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ বৃহস্পতিবার বলেন, তাদের সরকারের দীর্ঘদিনের অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবারও জোর দিয়ে বলেছেন, আফগান ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যকলাপের বিরুদ্ধে আফগান তালেবান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তালেবান নেতারা দাবি করেছেন, তারা টিটিপি বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেন না এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য কাউকে সুযোগও দেন না।

এই হামলার ঘটনা পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রমের তীব্রতার একটি নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান