পুলিশের কাছে বেশি দামে মুরগি বেচে জরিমানা গুনলেন ব্যবসায়ী
পুলিশ সদস্যের কাছে প্রদর্শিত মূল্যের চেয়ে ২০ টাকা বেশি নেওয়ায় মুরগি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভুক্তভোগী পুলিশ সদস্যের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নগরীর ‘সফি মুরগি ভাণ্ডার’কে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, রঞ্জু আহমেদ নামের ওই পুলিশ সদস্য গত রবিবার (১৭ এপ্রিল) নগরীর হড়গ্রাম বাজার থেকে মূল্য তালিকার চেয়েও বেশি মূল্যে ১ কেজি ৩৫০ গ্রাম দেশি মুরগি কেনেন। মূল্য তালিকায় প্রতি কেজি ৪৮০ টাকা লেখা থাকলেও ৫০০ টাকা কেজি দরে বিক্রি করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি ওই বিক্রেতা।
তিনি আরও বলেন, পরে ক্রেতা রঞ্জু আহমেদ মুরগি কেনার রশিদসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে শুনানির জন্য ডাকা হয়। এ সময় উভয়পক্ষের উপস্থিতিতে শুনানিতে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে ওই দোকান মালিক সফি আলম ভুল স্বীকার করলেও কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ হিসাবে ১ হাজার ২৫০ টাকা অভিযোগকারীকে দেওয়া হয়েছে। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরও জানান, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
এমএসপি