নওগাঁয় অটিস্টিক শতাধিক শিক্ষার্থীরা পেলেন চিকিৎসাসেবা
নওগাঁর মান্দায় আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধী ও শারিরিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালনায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ‘মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান ফর পারসন্স উইথ ডিসেবিলিটিস’ ভ্যানের সাহায্যে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের তত্বাবধানে শতাধিক প্রতিবন্ধীদের এ সেবা প্রদান করা হয়।
নওগাঁর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মান্দা উপজেলার প্রত্যন্ত এলাকা ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের হাট চকগৌড়ির পাশে অবস্থিত ‘আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধী ও শারিরিক প্রতিবন্ধী বিদ্যালয়’ মাঠে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন নওগাঁর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সুদক্ষ চিকিৎসকরা।
এ সময় বক্তব্য রাখেন আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধী ও শারিরিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষিকা রিনা পারভীন, শিক্ষা সহকারী শবনম মুস্তারি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবক খালেদা ও শাহানারা এবং শিক্ষার্থী তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিও থেরাপিষ্ট ডা. গোলাম কিবরিয়া এবং থেরাপি সহকারী নাজমুল সাকের প্রমূখ।
এসআইএইচ