সিলেটে আলোচিত রায়হান হত্যা: আকবরসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার চার্জ গঠন করেছেন আদালত।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার বিচার শুরু হলো।
অ্যাডভোকেট নওশাদ আহমদ বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ১০ মে বাদীকে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) চার্জশিট গঠনের তারিখ নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় চার্জ গঠন সম্ভব হয়নি।
এদিকে, সোমবার দুপুরে ১টার দিকে রায়হান আহমদ হত্যা মামলার মূল আসামি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসনে ভূঁইয়াসহ অন্য আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়।
মামলার অভিযুক্তরা অন্য আসামিরা হলেন- এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও কথিত সাংবাদিক আবদুল্লাহ আল নোমান। অভিযুক্তদের মধ্যে নোমান ছাড়া সবাই কারাগারে আছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নগরীর আখালিয়া নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে নির্যাতন করে পুলিশ। পরে ১১ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর মামলা করেন। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। পরে ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার জনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।
নিহত রায়হান আহমদ (৩৪) আখালিয়া নেহারীপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। পুলিশ প্রথমে জানায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন রায়হান।
এমএসপি