সাবেক স্বামীর বিরুদ্ধে ১১টি মহিষ চুরির অভিযোগ রাখাইন নারীর
বরগুনার তালতলীতে লাক্রোন তালুকদার (৪৫) নামে এক রাখাইন নারীর ১১টি মহিষ চুরি হয়েছে। তবে চুরির অভিযোগ উঠেছে ওই নারীর সাবেক স্বামী অংচান (৫০), ম্যথুজ (৪৭) এবং নুরু আলম (৪০) নামে তিন ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (১৮ এপ্রিল) স্থানীয় সাংবাদিকদের কাছে এমনটাই অভিযোগ করেন তালতলী পাড়ার মহিষগুলোর মালিক লাক্রোন তালুকদার।
লাক্রোন তালুকদারের অভিযোগ, একই এলাকা তালতলী পাড়ার মৃত চথঅং এর ছেলে অংচানের সাথে ২২ বছর আগে তার বিয়ে হয়। তবে নারী ও জুয়ার নেশায় আসক্ত থাকায় বিয়ের ৬ বছর পর তিনি স্বামীকে তালাক দেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে অংচান তাকে হুমকি দিয়ে আসছিলেন।
লাক্রোন বলেন, আমার সাবেক স্বামী পূর্ব শত্রুতার জেরে আমার ৩০ লাখ টাকার ১১টি মহিষ চুরি করে। খবর পেয়েছি, তিনি কলাপাড়ায় মহিষগুলো সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি করেছেন। আমি মহিষগুলো উদ্ধারের দাবি জানাই।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওত হোসেন তপু বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসপি