যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় যশোরের অভয়নগরে মো. আব্দুল্লাহ (৩০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মো. আব্দুল্লাহ উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের মো. ইঞ্জিল সরদারে ছেলে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার জানান, গতরাতে ঢাকার আশুলিয়া থানার কুটুরিয়া গ্রাম থেকে মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০০৮ সালের ১৫ জানুয়ারি রাতে আব্দুল্লাহ অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামে নিজ ঘরে স্ত্রী সবুরা বেগমকে (১৮) পুড়িয়ে হত্যা করেন। পরদিন নিহত সবুরা বেগমের বাবা সামছুর শেখ বাদী হয়ে আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, হত্যাকাণ্ডের পর আসামি আব্দুল্লাহ বাড়ি ছেড়ে পালিয়ে যান। ২০১৯ সালে যশোর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ১ আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর থেকে পলাতক আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। অবশেষে গত রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি বর্তমানে অভয়নগর থানা হেফাজতে রয়েছে।
এমএসপি