মোংলায় বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন, গ্রেপ্তার ৪
মোংলায় টর্চার সেলে বিবস্ত্র করে দুই ভাইকে নির্যাতন ও হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি ইউপি সদস্য সুলতান হাওলাদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ এপ্রিল) সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাট সদরের ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে এ চার আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- খোকন ঘোষাল, বেল্লাল খাঁ ও মো. নিয়ামুল ব্যাপারী। তাদের বাড়ি মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর ও কালিকাবাড়ী এলাকায়।
র্যাব জানায়, শনিবার সকালে মোংলা পৌর শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে বিনোদ সরকারকে তুলে নেন ইউপি সদস্য সুলতান, তার দুই ছেলেও অন্য সহযোগীরা। পরে সিঙ্গাপুর মার্কেটে ও কানাইনগরের গুচ্ছগ্রামে তাদের টর্চার সেলে বিনোদ ও বিপ্লবকে বিবস্ত্র করে পাঁচ দফায় নির্যাতন চালান। এ ঘটনায় শনিবার রাতে থানায় নির্যাতিতদের ভাই কুমুদ সরকার বাদী হয়ে সুলতান হাওলাদার, তার ছেলে জাকির হাওলাদার ও কালাম হাওলাদারসহ ১৪ জনকে আসামি করে ৫০ হাজার টাকার মালামাল লুটসহ হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রবিবার সন্ধ্যায় র্যাব ষাটগম্বুজ মসজিদ এলাকা থেকে প্রধান আসামি সুলতান হাওলাদারসহ চারজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের রাতে মোংলা থানায় হস্তান্তর করে র্যাব।
সোমবার সকালে তাদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে রবিবার সকালে সুলতানের ছেলে জাকিরকে আটক করে পুলিশ।
এসএন