অপহরণের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াজীর ভাটপাড়া এলাকায় অপহরণের দুই দিন পর মো. বাপ্পি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় এলাকার ফরিদ ফাইবার কোম্পানি সংলগ্ন ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত পাল।
নিহত শিশু মো.বাপ্পি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের দিনমজুর রাসেল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রবিবার রাত ৯টায় বাপ্পির মা রুমা আক্তারের দ্বিতীয় স্বামী রুবেল হোসেন ওরফে সেলিম ফসলি জমিতে তার শ্বশুর জালাল মিয়াকে বাপ্পির মরদেহ দেখিয়ে দেন। এরপর তিনি পালিয়ে যান। পরে জালাল মিয়া প্রশাসনকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
প্রতিবেশী আনিছুর হক জানান, গত শুক্রবার বাপ্পি বাসা থেকে হারিয়ে যায়। তারপর এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে শনিবার কুমিল্লা সদর দক্ষিণ থানা একটি সাধারণ করা হয়।
সহকারী পুলিশ সুপার সুশান্ত পাল বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। এ হত্যাকাণ্ডে শিশু বাপ্পির সৎ বাবা রুবেল হোসেন জড়িত বলে আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি। তিনিই মরদেহ দেখিয়ে দিয়ে পালিয়ে যান। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
এসএন