রাজশাহীতে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ের ‘ড্রীম হ্যাভেন’ নামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই নারীর নাম জয়নব বেগম (৪২)। তিনি নাটোর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। সোমবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, ওই নারী মিথ্যা নাম-পরিচয় ব্যবহার করে স্বামী-স্ত্রী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে এ হোটেলে উঠেছিলেন। হোটেলের খাতায় ওই নারীর নাম লেখা ছিল জুলেখা। বয়স দেওয়া ছিল ২৩ বছর। তার স্বামী হিসেবে খাতায় মো. মিজান নাম লেখা ছিল। মিজানের বয়স লেখা আছে ২৭ বছর। তাদের ঠিকানা হিসেবে শুধু লেখা আছে গোদাগাড়ী। তবে ওই নারীর আঙুলের নিয়ে আসল নাম-ঠিকানা বের করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে থাকা যুবক পলাতক।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তারা হোটেলে উঠেছিলেন। চিকিৎসার জন্য তারা রাজশাহীর গোদাগাড়ী থেকে এসেছেন বলে জানিয়েছিলেন। দুপুর দেড়টার দিকে ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তি কক্ষ থেকে বের হয়ে যান। ইফতারের পর দেখা যায়, ৪০৩ নম্বর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ। কিন্তু ভেতরে এসি চলছে। এ সময় হোটেল কর্মচারীরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে রাজপাড়া থানা পুলিশ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিটের সদস্যরা কক্ষটি থেকে নানা আলামত সংগ্রহ করেছেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ওই নারীর মৃত্যু অসুস্থতার কারণে না কি হত্যা করা হয়েছে এটা ময়নাতদন্তের পরে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এসএন