নেত্রকোনা সীমান্তে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি
নেত্রকোনা সীমান্তে কলমাকান্দায় শিশুসহ ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে শিশুসহ অন্তত ২৮ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশুসহ ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উপজেলার বাউশাম গ্রামের ইয়ামিন, চকপাড়া গ্রামের তাওহীদ, টেংগা গ্রামের সিফাত, মুক্তিচরের মোস্তফা, পনারপারুয়ার আইমাস, কলমাকান্দা মধ্য বাজরের জুনাইদা, চরপাড়া গ্রামের জিসান, আনন্দপুর গ্রামের অর্ক সরকার ও ভবানীপুর গ্রামের প্রমি আক্তারসহ নারী ফরিদা (৪০), মমতা (৩৬) ও ললিতা (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০ জন শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া এক শিশু ইয়ামিনের অভিভাবক মন্তাজ মিয়া বলেন, গত তিন দিন ধরে আমার নাতির পাতলা পায়খানা দেখা দেয়। পরে বাউশাম বাজারে পল্লী চিকিৎসকের পরামর্শে ৪ দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ না হওয়ায় দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোহরাব হোসাইন লিংকন বলেন, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, খাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পচা-বাসি খাবার পরিহার করতে হবে।
এসআইএইচ