কুমিল্লায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনির ওরফে ভোলা মনির (৩৬) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভোলা মনির চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি।
গ্রেপ্তার অপরজন হচ্ছেন- দাউদকান্দি উপজেলা মোবারকপুর গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে মো. জহির (২৩)।
এ সময় তাদের কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রবিবার (১৭ এপ্রিল) দুপুরে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপে করে মাদক পরিবহন করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে চান্দিনা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল জানান, যারা মাদকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসপি