টাঙ্গাইলে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রেজাউল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা আরও দু’জন।
রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় পুংলি ব্রিজের কাছে আলিফ স্টীল মিলসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সোহাগী পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আর আহতরা
হলেন-একই উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নাজমুল (২২) ও চন্ডীপুর গ্রামের আব্দুল বাছেদের ছেলে শামীম (২০)। তারা নিহতের মোটরসাইকেলে পেছনে বসে ছিলেন।
জানা যায়, ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ (শাপলা) সকালে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শপথ শেষে মোটরসাইকেলযোগে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
এরপর পথিমধ্যে মহাসড়কের সার্ভিস লেনের পুংলিতে ব্রিজের আলিফ স্টীলের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে রেজাউলের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রেজাউলের মৃত্যু হয়। আহত হয় তার সাথে থাকা দু’জন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঢাকাপ্রকাশকে জানান, ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তিনি জানান, তাদের মধ্যে নামজুল নামে এক যুবক বেশি গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। এদিকে ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় ট্রাকটি জব্দ করা যায়নি। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এসআইএইচ