বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সিলেটের মোগলাবাজারের হাজিগঞ্জ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নিহতের নাম গুলজার আহমদ (১৮)। সে মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মৃত রেদওয়ান মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে আহত পারভেজ ও ফয়সাল নামের দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ফয়সালের অবস্থা আশংকাজনক। তিনি সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা সন্ধ্যায় জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ধরমপুর যাওয়ার রাস্তায় দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন গুলজার। অন্য মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফয়সাল। সংঘর্ষের পর দুটি মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক গুলজার আহমদকে মৃত ঘোষণা করেন।

এসএসআই/এএন

Header Ad
Header Ad

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার পরপরই তা ডিলিট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার ৩৫ মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS নামক ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করা হয়। তবে ১২টা ৪৯ মিনিটের মধ্যে সেটি মুছে ফেলা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এ প্রসঙ্গে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, থানার ফেসবুক আইডি থেকে ভিডিও শেয়ার হওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, "এই আইডিটি আমি দায়িত্ব নেওয়ার আগেই তৈরি করা হয়েছিল। ভিডিওটি শেয়ার হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনটি করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, পোস্টটি ডিলিট করার পর থানার পক্ষ থেকে ফেসবুক পেইজে একটি লিখিত বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, ভিডিওটি শেয়ার হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকতে পারে। তবে এটি পুরোপুরি অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি জানার পরপরই তা দ্রুত ডিলিট করা হয়েছে।

সিঙ্গাইর থানা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Header Ad
Header Ad

দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা

বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বইমেলাসহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
৩২ নম্বরে ভাঙচুরে একটি মহলের ষড়যন্ত্র থাকতে পারে: বিএনপি নেতা হাফিজ উদ্দিন
৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ: বিবৃতিতে প্রধান উপদেষ্টা
নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ভারতের মেঘালয়ে ৯ বাংলাদেশি গ্রেপ্তার, উদ্ধার ভুয়া আধার কার্ড ও মোবাইল
ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় আয়নাঘরের খোঁজ!
শিবলী রুবাইয়াতের জামিন শুনানি করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা!
প্রযুক্তির জোয়ারে ছাপা পত্রিকা ও রেডিওর জনপ্রিয়তা কমছে: বিবিএস জরিপ
‘স্যার’ সম্বোধন না করায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার হুমকি দিলেন এসপি!
কাশ্মীর ইস্যুতে যুদ্ধের হুঁশিয়ারি, ভারতের শক্তিকে ভয় পায় না পাকিস্তান: সেনাপ্রধান আসিম মুনির
‘কাউয়া কাউয়া’ স্লোগানে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
ধানমন্ডি ৩২ নম্বর থেকে রড, দরজা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল