জামালপুরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তর উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (২৭ মার্চ) সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়।
কারখানা সূত্রে জানা যায়, কারখানার ইউরিয়া সার উৎপাদন প্ল্যান্টে একটি বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এটি মেরামতের জন্য কারখানা কর্তৃপক্ষের পূর্বঘোষণা অনুযায়ী রবিবার সকালে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন জানান, কারখানার একটি বয়লারের মেরামত কাজের জন্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। এ মেরামত কাজ শেষ করতে ২০ থেকে ২২ দিন সময় লাগতে পারে। এতে সারে কোনো সংকট দেখা দেবে না। কারখানায় যথেষ্ট সার মজুত রয়েছে।
এসআইএইচ