বড়াইগ্রামে পুলিশ পেটানো মামলায় বিএনপি নেতা কারাগারে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় পুলিশ পেটানো মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৭ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন এ আদেশ দেন। কারাগারে পাঠানো ওই নেতার নাম সামসুল আলম রনি। তিনি বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।
নাটোর জজকোর্ট পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর নাজমূল হক বিষয়টি নিশ্চিত করেন।
নাজমূল হক জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি বিএনপি নেতাকর্মীরা বড়াইগ্রামের কয়েনবাজার এলাকায় শতাধিক নেতাকর্মীসহ মিছিল করে। এরপর মহাসড়ক অবরোধ করে সভা করছিলেন তারা। এ সময় মহাড়কের দু’পাড়ে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে বড়াইগ্রাম থানার তৎকালীন এসআই সত্যব্রত সরকার ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং দ্রুত সভা শেষ করার অনুরোধ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এ ঘটনায় এসআই সত্যব্রত সরকার বাদী হয়ে সামসুল আলম রনিসহ বিএনপির স্থানীয় ৩৭ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো শতাধিক জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
ওই মামলায় রবিবার সামসুল আলম রনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এমএসপি