ঠাকুরগাঁওয়ে কয়েলের আগুনে পুড়ল ৭টি পরিবারের ঘর
ঠাকুরগাঁওয়ে একটি বস্তিতে কয়েলের আগুনে ৭টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছ। এতে আনুমানিক ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হবে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনাটি ঘটেছে সদর উপজেলার গড়েয়া হাটের বড় মসজিদের দক্ষিণ পাশে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হুসাইন বলেন, ‘শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত দুইটা-আড়াই টার দিকে গড়েয়া বাজারের একটি বস্তির জামিনারের শোয়ার ঘর থেকে কয়েলের আগুনের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রেণে আনি।’
এ ব্যাপারে রবিবার (২৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত মোট ৭টি পরিবারকে শুকনো খাবার, কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এসআইএইচ