কালুরঘাট যাওয়ার পথে পুলিশের বাধার মুখে মির্জা ফখরুলরা
চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকার জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ কেন্দ্রীয় নেতাদের বাধা দেয় পুলিশ।
রবিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কালুরঘাট যাওয়ার পথে মির্জা ফখরুলের গাড়িবহর বাধার মুখে পড়ে।
এ সময় মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতারা গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাদের সাথে তর্কে লিপ্ত হন। পরে পুলিশি বাধায় গাড়ি বহর নিয়ে সমাবেশ স্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায় তারা। এ সময় সেখানে ছাত্রলীগের একটি মিছিল এলে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
বাধা পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বিপ্লব উদ্যানে ফুল দেওয়া শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে যেতে পারিনি। তাই পুলিশের বাধা পেয়ে সেখানকার কর্মসূচি বাদ দিয়ে পলোগ্রাউন্ড মাঠে জনসভাস্থলে চলে এসেছি।
এর আগে দুই নম্বর গেইট এলাকার জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার জোর করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতে চাচ্ছে। যা আমরা বেঁচে থাকতে কখনো কোনোভাবে কখনো বিকৃত করতে দিব না।
বিএনপির অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, বিএনপিকে শুধু দুই নম্বর গেটে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন ও পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিল না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় তাদের সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে কালুরঘাট বেতার কেন্দ্রে সমাবেশ কর্মসূচি স্থগিত করে নগর বিএনপি। বেতার কেন্দ্রের পরিবর্তে নগরের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় তারা।
এদিকে, রবিবার (২৭ মার্চ) সকালে একাত্তরের স্বাধীনতার ঘোষণার প্রচারকেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর আওয়ামী লীগ। এ সময় যেকোনো মূল্যে বিএনপির সব ধরনের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
অন্যদিকে, সকাল ১১টার দিকে বহদ্দারহাট মেয়র বাসভবনে সামনে থেকে বিএনপির সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়ে সিটি মেয়র রেজাউল করিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এমএসপি