শান্তির বার্তা নিয়ে ১০০৪ কি.মি. হাঁটলেন মুরাদ জুবায়েদ
‘যুদ্ধ নয় শান্তি চাই’ এমন ২০টি শান্তির বার্তা নিয়ে টেকনাফ থেকে পায়ে হেঁটে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা পৌঁছেছেন তরুণ উদ্যোক্তা মুরাদ জুবায়েদ।
শনিবার (২৬ মার্চ) বিকেলে ২০তম দিনে বাংলাবান্ধা জিরো পয়েন্টে শেষ হয় তার পদযাত্রা।
গত ৭ মার্চ টেকনাফ থেকে ‘শান্তির জন্য হাঁটা’ কর্মসূচি শুরু করেছিলেন মুরাদ। ‘যুদ্ধ নয় শান্তি চাই’, ‘গাছ কাটা নয়-গাছ লাগান পরিবেশ বাঁচান’, প্রতিদিন ১ ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০ দিনে ২০টি সামাজিক বার্তা নিয়ে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়েদ। চলার পথে যেখানেই বিরতি নিয়েছেন সেখানেই স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তার বার্তাগুলো পৌঁছে দিয়েছেন।
মুরাদ জুবায়েদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি গাজিপুরের টঙ্গীতে থাকেন। সেখানে অক্সিজেন নামে তার একটি উদ্যোগমুখী ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
উদ্যোক্তা মুরাদ জুবায়েদ বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এ পথচলায় মানুষের স্বতস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত। সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এ পদযাত্রা শুরু করি। আমরা যুদ্ধ নয় শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা। আমরা দেশের জন্য একটুও সময় ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল, যে দিনে অন্তত ১ ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শেই স্বপ্নের বাংলাদেশ গড়তে দৃঢ়ভাবে কাজ করি।
এসএন