রংপুরে প্রথমবার কোকেনের চালান জব্দ, কারবারি গ্রেপ্তার
রংপুর-সহ উত্তরাঞ্চলে এই প্রথম কোকেনের চালান জব্দ করলো পুলিশ। শনিবার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশে কোকেন খুবই ব্যয়বহুল একটি মাদক। প্রতি গ্রাম কোকেন ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। সে হিসেবে জব্দ হওয়া কোকেনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। কোকেন জব্দের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এর উৎস ও প্রবাহ সম্পর্কে খোঁজ নিচ্ছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল।
এ ঘটনায় গ্রেপ্তার মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুর (৪৮) বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুরের পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তথ্যের ভিত্তিতে রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান হয়। এ সময় জেলার মিঠাপুকুর থানার ১নং খোড়াগাছ ইউনিয়নের রুকনি মাজার মোড়ে ৫১ পিস ইয়াবা ও তিনটি ছোট পলিব্যাগে সন্দেহজনক ৪৫ গ্রাম সাদা পাউডার সদৃশ বস্তুসহ মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ আলামতগুলো রাসায়নিক পরীক্ষার জন্য রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।
পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, জব্দ পাউডারগুলো মাদকদ্রব্য কোকেন। কোকেন-সহ গ্রেপ্তার মাদক কারবারি ছামছুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা ও একটি চাঁদা বাজিসহ মোট আটটি মামলা আছে।
এমএসপি