বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রংপুরে প্রথমবার কোকেনের চালান জব্দ, কারবারি গ্রেপ্তার

রংপুর-সহ উত্তরাঞ্চলে এই প্রথম কোকেনের চালান জব্দ করলো পুলিশ। শনিবার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশে কোকেন খুবই ব্যয়বহুল একটি মাদক। প্রতি গ্রাম কোকেন ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। সে হিসেবে জব্দ হওয়া কোকেনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। কোকেন জব্দের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এর উৎস ও প্রবাহ সম্পর্কে খোঁজ নিচ্ছে গোয়েন্দা পুলিশের বিশেষ দল।

এ ঘটনায় গ্রেপ্তার মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুর (৪৮) বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুরের পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তথ্যের ভিত্তিতে রংপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান হয়। এ সময় জেলার মিঠাপুকুর থানার ১নং খোড়াগাছ ইউনিয়নের রুকনি মাজার মোড়ে ৫১ পিস ইয়াবা ও তিনটি ছোট পলিব্যাগে সন্দেহজনক ৪৫ গ্রাম সাদা পাউডার সদৃশ বস্তুসহ মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ আলামতগুলো রাসায়নিক পরীক্ষার জন্য রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়।

পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, জব্দ পাউডারগুলো মাদকদ্রব্য কোকেন। কোকেন-সহ গ্রেপ্তার মাদক কারবারি ছামছুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা ও একটি চাঁদা বাজিসহ মোট আটটি মামলা আছে।

এমএসপি

Header Ad

আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকায় তার কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা সাক্ষাত করতে গেলে তাদের স্বাগত জানিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

Header Ad

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এর ওপর জোর দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুনকুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Header Ad

রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন

রেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ডিজি নিয়োগের তথ্য জানানো হয়। এ আদেশ আগামী ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আফজাল হোসেন মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এর দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

সৎ, কর্মনিষ্ঠ ও সদালাপী হিসাবে পরিচিত আফজাল হোসেন এর আগে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), রেলভবন, ঢাকা (চ.দা.) এবং নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পদে দায়িত্ব পালন করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা
থমকে গেছে অর্থ পাচারের অনুসন্ধান, তদন্তে এস আলমের প্রভাব
ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক
নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের