রংপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
স্মৃতিস্তম্ভ, শহিদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মর্ডান মোড় স্মৃতিস্তম্ভ অর্জনে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পুষ্পমাল্য দেন বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান এবং পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ সব সরকারি কর্মকর্তারা।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সকাল ৮টায় স্থানীয় জেলা স্টেডিয়ামে শুরু হয় আনন্দ ও উচ্ছ্বাসের উদ্বোধন। ৫২ সরকারি দপ্তরসহ অংশ নেয় ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে সিংহ হৃদয়ের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধকালীন শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে।
দুপুরে রংপুর টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযুদ্ধকালীন শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের কথা অনুষ্ঠানে অতিথিরা আলোকপাত করেন।
এমএসপি