বরিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
বরিশালে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে দেশের ৫২তম মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা পুলিশ লাইন্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৩১ বার তোপধ্বনি এবং একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শনিবার (২৬ মার্চ) ভোর ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা ও বরিশাল মহানগরের দলীয় কার্যালয় ও স্মৃতি ৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমিতে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৯টায় স্মৃতি ৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি, ওয়াপদা কলোনিতে বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা সংসদসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ওয়াপদা কলোনি থেকে বিশাল এক র্যালি বের হয় ও নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
এ ছাড়া নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউনের বধ্যভূমিতেও ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ প্রদর্শন, দিনব্যাপী মুক্তিযুদ্ধের দলিল ও রেকর্ডপত্র প্রদর্শনী, শিশুদের জন্য প্ল্যানেট পার্কে খেলার ব্যবস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ দিনভর নানা আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এমএসপি