স্বাধীনতা দিবসে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, আহত ১৫
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজন গুরুতর জখম হয়েছেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৬ মার্চ) সকালে কলমাকান্দা বাজারের উব্দাখালি নদীর সেতুর উত্তর পাশে ধানমহল রোডে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ. মতিন (৫৫), যুবদলের চন্দন (৩৭), মো. আলমগীর (৩৫) ও কামরুল (৩২), স্বেচ্ছাসেবক দলের আরাফাত (২৬), ছাত্রদলের শেখ রবিন (২৮), তমাল হাসান (২৫) ও সারোয়ার (৩০)।
উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুর রহমান ভূঁইয়া জানান, ‘২৬ মার্চ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের জন্য আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। পথে যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পেছন থেকে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলায় আমাদের ১৫-২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আ. মতিন ও ছাত্রদলের তমাল হাসানের মাথা ফেটে গেছে, ছাত্রদলের সারোয়ারের হাত ভাঙাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আটজন নেতা-কর্মীর গুরুতর জখম হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত অন্যরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘স্বাধীন দেশে ২৬ মার্চের কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির কর্মীদের জখম হয়ে হাসপাতালে যেতে হয়। এ দিনটিতেও আমরা আমাদের কর্মসূচি স্বাধীনভাবে পালন করতে পারি না।
কলমাকান্দা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আরোপিত অভিযোগ সঠিক নয়। স্বাধীনতা দিবসে এ কাজ আমি কী করে করি?
এ বিষয়ে কলমাকান্দা থানা ওসি মো. আবদুল আহাদ খানি বলেন, আহতের সংবাদ পেয়ে উপজেলা হাসপাতালে গিয়ে আহত কাউকে পাইনি। কেউ লিখিত কোনো অভিযোগও করেননি।
এমএসপি