এবার কুমিল্লায় একসঙ্গে জন্ম নিল চার সন্তান
কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জেলার শিরিন আক্তার নামের এক গৃহিণী।
বুধবার (২৩ মার্চ) রাত ১২টার দিকে শহরের মুন স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি।
তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। সন্তানদের পিতা সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার তার স্ত্রীকে হাসপাতাল ভর্তি করা হয়। বর্তমানে দুই শিশু সুস্থ আছে। অন্য দুই শিশু অসুস্থ অবস্থায় শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
সাইফুল ও শিরিন দম্পতির বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল গঙ্গানগর গ্রাম। রাবেয়া আক্তার নামে ৭ বছরের একটি কন্য সন্তান রয়েছে তাদের।
শিশুদের বাবা সাইফুল বলেন, 'সালদা নদীর পাশের রেল স্টেশনে আমার চায়ের দোকান। করোনার কারণে ব্যবসার ক্ষতি হাওয়ায় এখন বেকার। জীবন চালাতে অনেক কষ্ট হয়। রিজিকের মালিক আল্লাহ।'
চার শিশুদের দাদি মজিনা বেগম বলেন, আমরা অনেক খুশি। আমার চার নাতি-নাতনি জন্ম নেওয়ায় আমাদের পরিবার আলোকিত হয়েছে। আল্লাহ যেন তাদের সুস্থ রাখে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার লিরা বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু নয় মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি চার শ গ্রাম, বাকি একজনের ওজন ১ কেজি ১০০ গ্রাম করে।
টিটি/