টাঙ্গাইলে শিক্ষার্থীদের বই বিক্রি, মাদ্রাসা অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ
টাঙ্গাইলের গোপালপুরে ফেরিওয়ালার কাছে বিক্রি হওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিপুল পরিমাণ পাঠ্য বই জব্দ করেছে উপজেলা প্রশাসন। বই বিক্রির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা বইগুলো জব্দ করেন। অভিযুক্ত শফিকুল ইসলাম মন্ডল উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর-চতিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
স্থানীয়রা জানান, চাহিদার তুলনায় বেশি পরিমাণ পাঠ্য বই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উত্তোলন করেন মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম মন্ডল। শিক্ষার্থীদের পরিমাণ মতো পাঠ্যবই বিতরণের পর অতিরিক্ত বই ফেরত না দিয়ে স্টোর রুমে জমা রাখেন তিনি। বুধবার সকালে বস্তাবন্দি সেইসব বই ফেরিওয়ালার কাছে কেজি ধরে বিক্রি করছেন-এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাকে সঙ্গে নিয়ে বইগুলো জব্দ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিক জানান, মাদ্রাসার পাঠ্য বইগুলো জব্দ করা হয়েছে এবং বই বিক্রির অপরাধে ওই মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
এসআইএইচ