শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নিহত ১
শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শেখবর আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে দুইজন। বুধবার (২৩ মার্চ) বিকাল পাঁচটার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সঙ্গে মোফাজ্জল হোসেনের ছেলে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার (২২ মার্চ) প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। এর প্রেক্ষিতে বুধবার (২৩ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে যান থানার একজন অফিসার।
অপরদিকে একইদিনে প্রতিপক্ষ জিকোসহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে শেখবর আলীর ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে শেখবর আলীর গলা ও মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় শেখবরকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন তার ছোট ভাই মাহফুজ ও প্রতিবেশী শরাফত। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত জাজ মিয়াসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত শেখবর আলীর মা মাহফুজার বেগম বলেন, আমরা ঢাহা থাহি। এল্লাডা জমি। ওই হানে গাছ লাগাইছি। এই গাছ ওরা কাইটা নিয়া গেছে। আমার পোলা বাঁধা দেয়। ওরা দাউদ দিয়া কুপাইয়া আমার পোলাডারে মারছে।
ভাইয়ের হত্যার বিচার চেয়ে নিহতের ছোট ভাই মাহফুজ বলেন, আমগোর ওপর অতর্কিতভাবে হামলা করেছে। আমার ভাইরে মাইরা ফালাইছে। আমারেও মারছে।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। তিনি জানান, এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসআইএইচ