সুনামগঞ্জে আগুনে পুড়ে ছাই ৪ বসতঘর
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের ১৭টি কক্ষের আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে দিরাই উপজেলার দোওজ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিরাই উপজেলার দোওজ গ্রামের আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির বসতঘরের রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আঙ্গুর মিয়া ও তাঁর চাচা সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান কাঁচা, চাচাতো ভাই ডালিম মাহমুদ ও আমিরুল ইসলাম বাপ্পুর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমরুল হক ঢাকাপ্রকাশকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এ সময় ৪টি পরিবারের ১৭টি কক্ষ আসবাবপত্র ও মালামালসহ পুড়ে অন্তত ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বসতঘরে থাকা প্রায় তিন কোটি টাকার আসবাবপত্র ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এসআইএইচ