উলিপুরে শিশুর রহস্যজনক মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে।
আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের শালঝাড় পাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত শিশুর নাম চাঁদনী খাতুন। তার পিতার নাম বিপ্লব মিয়া।
জানা যায়, শালঝাড় পাড় গ্রামের রিকশাচালক বিপ্লব মিয়ার প্রথম স্ত্রী লাকী বেগম দুই বছর পূর্বে মারা যান। এ ঘটনার পর গত ৭ মাস পূর্বে একই ইউনিয়নের কামারটারী গ্রামের রুবিনা বেগমকে দ্বিতীয় বিয়ে করে বিপ্লব। এরপর রুবিনার কাছেই থাকত চাঁদনী। ঘটনার দিন রুবিনা বেগম দাবি করেন, তিনি এবং প্রতিবেশী ননদ নেপালি বেগম চাঁদনীকে মাছ-ভাত খাওয়ান। এরপর খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদনীর দাদা ইলিমুদ্দিন জানান, শিশুটি তার সৎ মা রুবিনার কাছে থাকত। অসুস্থতার কথা শুনে আমি কুড়িগ্রামে জরুরি কাজ ফেলে উলিপুর হাসপাতালে এসে জানতে পারি সে মারা গেছে। কি কারণে মারা গেছে এখনও জানা যায়নি।
এ প্রসঙ্গে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. শারমিন সুলতানা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। শিশুটির শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। তবে তার মুখে ফেনা ছিল, যা অস্বাভাবিক।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআইএইচ