আশুলিয়ায় তিতাসের অভিযানে ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
সাভারের আশুলিয়ায় প্রায় পাঁচ শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস। বুধবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়ার জহরচন্দ্রা ও বেলমা এলাকায় এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
অভিযানের নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম। তিনি জানান, গত কয়েকদিন আগে ওই দুই এলাকায় প্রত্যেক বাসা-বাড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস
সংযোগ দেয় একটি চক্র। পরে খবর পেয়ে দুই কিলোমিটার এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক
বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয় এসব সংযোগে ব্যবহার করা নিম্ন মানের ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজার।
জানা গেছে, অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারাও। এ সময় সময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
এসআইএইচ